স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেইন রাশিয়ার সঙ্গে তাদের প্রায় গোটা সীমান্ত জুড়েই রুশ বাহিনীর সঙ্গে লড়াই করেছে। এর মধ্যে সামি, খারকিভ, খেরসন, ওডেসা এবং রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক বিমানবন্দরে তুমুল লড়াই হয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক উপদেষ্টা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।তিনি বলেন, তাদের আশঙ্কা, রাশিয়ান বাহিনীকে বিমানে করে ইউক্রেইনে নামিয়ে দেওয়া হতে পারে এবং এরপর রুশ বাহিনী রাজধানী কিয়েভের সরকারি এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করতে পারে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেইনের সীমান্তরক্ষীরা রাশিয়া-ইউক্রেইন সীমান্তের সব স্থাপনা ছেড়ে চলে গেছে।