Monday, February 10, 2025
বাড়িবিশ্ব সংবাদপরমাণু চুক্তির আলোচনা ‘শেষ প্রান্তে’, বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান

পরমাণু চুক্তির আলোচনা ‘শেষ প্রান্তে’, বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি। পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলে ২০১৫ সালে হওয়া চুক্তি পুনরুজ্জীবনের আলোচনা ‘শেষের কাছাকাছি’ বলে জানিয়েছেন রাশিয়ার এক দূত।

চুক্তি নিয়ে আলোচনা শেষ হওয়ার পাশাপাশি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময়ও হতে পারে বলে আলোচনা ঘনিষ্ঠ বেশ কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।“জেসিপিওএ পুনরুজ্জীবনের আলোচনা শেষের লাইন অতিক্রম করতে যাচ্ছে বলেই মনে হচ্ছে,” ২০১৫ সালে হওয়া চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে টুইটারে এমনটাই লিখেছেন রুশ দূত মিখাইল উলিয়ানভ।

ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত চুক্তিটি পুনরুজ্জীবনে ভিয়েনায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের কয়েক মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আকার নিতে যাচ্ছে বলে রয়টার্স কয়েকদিন আগেই তাদের অন্য এক প্রতিবেদনে বলেছিল।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার পাশাপাশি ইরানের ওপর ফের ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিলেন।তেহরান-ওয়াশিংটন খসড়া চুক্তিতে অন্যান্য বিষয়গুলো অস্পষ্টভাবে এলেও এতে মূলত দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে থাকা ইরানি তহবিলের জব্দ শত শত কোটি ডলার ছাড় ও ইরানে আটক পশ্চিমা দেশগুলোর নাগরিকদের মুক্তির বিষয়টই প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই বন্দি বিনিময়ে প্রস্তুত।

“বন্দি বিনিময়ের ব্যাপারে ইরান যে সবসময় প্রস্তুত তা বারবার জানানো হয়েছে। কয়েক মাস আগেও আমরা প্রস্তুত ছিলাম কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তিটি নষ্ট করে দিয়েছিল,” তেহরানে রয়টার্সকে বলেন ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।“এখন কিছু বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আমার বিশ্বাস, হতে পারে ৫-৬ জন। এটা ইরানের মানবিক পদক্ষেপ,” বলেছেন তিনি।এদিকে তেহরান যতক্ষণ ইরানিয়ান-আমেরিকান বাকের নামাজি ও তার ছেলে সিয়ামাক নামাজিসহ ৪ জনকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ পরমাণু চুক্তি নিরাপদ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন মধ্যস্থতাকারী রবার্ট মালি।ইরান এ চারজনকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।“ছয় বছর আগে ইরানের সরকার বাকের নামাজিকে গ্রেপ্তার করেছিল এবং তারা এখনও তাকে দেশটির বাইরে যেতে দিচ্ছে না। ইরানের সরকারকে অবশ্যই বাকের ও সিয়ামাক নামাজি, এমাদ শারজি, মুরাদ তাহবাজ এবং অন্য যে মার্কিন ও বিদেশি নাগরিকদের তারা অন্যায়ভাবে আটকে রেখেছে, তাদেরকে ছেড়ে দিতে হবে,” মঙ্গলবার টুইটারে এমনটাই বলেন মালি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য