Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদনাগরিকদের রাশিয়া ছাড়তে বলল ইউক্রেইন, দিচ্ছে জরুরি অবস্থাও

নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল ইউক্রেইন, দিচ্ছে জরুরি অবস্থাও

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি। লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিন সেখানে সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর নাগরিকদের রাশিয়ায় না যেতে এবং যারা সেখানে আছে তাদেরকেও দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ইউক্রেইন।

বুধবার পার্লামেন্টের অধিবেশনের পর তারা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।“পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউক্রেইনের নাগরিকদের রাশিয়ান ফেডারেশনে ভ্রমণ থেকে বিরত থাকতে এবং যারা সেখানে আছেন তাদেরকে শিগগিরই দেশটি ছাড়তে বলা হচ্ছে,” বিবৃতিতে বলেছে তারা। ‘ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্রতার’ কারণে রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের কনসুলার সহযোগিতা দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে তারা। 

কিয়েভের এ পদক্ষেপের কারণে রাশিয়ায় থাকা কয়েক লাখ ইউক্রেনীয় ঝামেলায় পড়তে পারেন।রাশিয়ায় বিপুল সংখ্যক ইউক্রেনীয় থাকেন; অনেকের দুই দেশেই আত্মীয়স্বজন আছে।এদিকে লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়া সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে ইউক্রেইনের নিরাপত্তা পরিষদ দেশজুড়ে জরুরি অবস্থা জারিরও সুপারিশ করেছে। পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর বুধবার পরের দিকেই এ ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।দেশটির নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ জানান, দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া দেশের অন্যত্র জরুরি অবস্থা জারির পরামর্শ দেওয়া হয়েছে। দোনেৎস্ক ও লুহানস্কে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ের কারণে সেখানে আগে থেকেই ইউক্রেনীয় সৈন্যরা রয়েছে।জরুরি অবস্থা প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য জারি হতে পারে, বলেছেন তিনি। তবে এজন্যও পার্লামেন্টের অনুমোদন লাগবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য