স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ ফেব্রুয়ারি: ইন্টেল ইন্ডিয়ার সাবেক প্রধান আবতার সাইনি, যিনি পেন্টিয়াম প্রসেসর নকশা প্রণয়ণে নেতৃত্ব দিয়েছিলেন, মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার ভোর প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে নাভি মুম্বাইয়ে পাম বিচ রোডে দ্রুতগামী একটি গাড়ি তার সাইকেলকে ধাক্কা দেয়।সাইনি (৬৮) তখন আরও কয়েকজন সাইক্লিস্টের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন। সঙ্গী সাইক্লিস্টরা জানান, দ্রুতগামী একটি ট্যাক্সি সাইনির সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়, চালক পালানোর চেষ্টা করলে সাইকেলটির ফ্রেম গাড়ির নিচে আটকে যায় আর গাড়িটি সাইনিকে কিছুদূর টেনে নিয়ে যায়।তিনি হেলমেট পরা থাকলেও মারাত্মক আহত হন। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।অন্য সাইক্লিস্টরা ওই ক্যাবের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়িচালনা ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।সাইনি মুম্বাইয়ের কেন্দ্রীয় এলাকা চেম্বুরের বাসিন্দা ছিলেন। তিন বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকছিলেন। তার ছেলে ও কন্যা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আগামী মাসে সাইনির যুক্তরাষ্ট্রের যাওয়ার কথা ছিল।ইন্টেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট গোকুল ভি সুব্রাহ্মনিয়াম সাইনির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এই প্রসিদ্ধ উদ্ভাবককে ইন্টেলের একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে স্মরণ করা হবে।সাইনি ১৯৮২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইন্টেল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এ সময় তিনি ইন্টেল ৩৮৬, ইন্টেল ৪৮৬ এবং জনপ্রিয় পেন্টিয়াম প্রসেসরসহ বেশ কয়েকটি প্রসেসর নকশা প্রণয়ণে সহায়তা করেছিলেন।