Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনে সাইবার হামলা, রাশিয়ার দায় অস্বীকার

ইউক্রেইনে সাইবার হামলা, রাশিয়ার দায় অস্বীকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি।  যুদ্ধের ডামাডোলের মধ্যেই ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুইটি ব্যাংকে সাইবার হামলা হয়েছে। ইউক্রেইনের সন্দেহের তীর রাশিয়ার দিকে হলেও ক্রেমলিন থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেইনের সাইবার-নিরাপত্তা কেন্দ্র ওই হামলার খবর দেয়। কারা হামলার পেছনে আছে তারা এখনও তা জানতে পারেনি। তবে এর পেছনে রাশিয়ার হাত থাকার বিষয়টি তারা উড়িয়ে দিতে পারছে না।জবাবে ক্রেমলিন থেকে বলা হয়, এ হামলার পেছনে আমাদের হাত নেই। কিন্তু কিয়েভ যে মস্কোকেই দায় দেবে তাতে আর আশ্চর্য কী?

বিবিসি জানায়, সাইবার হামলার পর ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের হোম পেজে এক বার্তায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে জানানো হয়। সাইবার হামলার কারণে দেশটির আরো দুইটি ব্যাংকে লেনদেন এবং একটি ব্যাংকিং অ্যাপ ব্যবহারে অসুবিধা হচ্ছে।ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুধবারও একই পরিস্থিতি বিরাজ করছে বলে জানানো হয়।ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্রসহ ইউক্রেইন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা জড়ো করা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। ইউক্রেইন সরকার এবং পশ্চিমা বিশ্বের অশঙ্কা রাশিয়া ইউক্রেইনে হামলা চালাতে এ আয়োজন করছে। যদিও রাশিয়া শুরু থেকেই বলছে, ইউক্রেইনে আগ্রাসনের কোনো পরিকল্পনা তাদের নেই।সরাসরি হামলা না চালিয়ে রাশিয়া বরং ইউক্রেইনের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা চালিয়ে তাদের অচল করে দেয়ার মতলব করছে বলে গুঞ্জন রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য