Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদরুশ সেনা এখনও প্রত্যাহার হতে দেখা যাচ্ছে না: ইউক্রেইন

রুশ সেনা এখনও প্রত্যাহার হতে দেখা যাচ্ছে না: ইউক্রেইন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি।  রাশিয়া কিছু সেনা সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নেওয়ার খবরে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা এখনও সেনা প্রত্যাহার হতে দেখতে পাচ্ছেন না।

পশ্চিম ইউক্রেইনে একটি সামরিক প্রশিক্ষণস্থলে বিবিসি’র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “সত্যি বলতে, আমরা বাস্তবতার আলোকে প্রতিক্রিয়া ব্যক্ত করছি। আমরা এখনও কোনও সেনা প্রত্যাহার হতে দেখিনি, দেখতে পাচ্ছি না। আমরা শুধু এটি শুনেছি।”“তিনি বলেন, সেনা যখন প্রত্যাহার হতে শুরু হবে, তখন সবাই তা দেখতে পাবে। কিন্তু আপাতত এটি কেবল একটি বিবৃতি।”ইউক্রেইনের ওপর রাশিয়ার হুমকি গতকাল শুরু হয়নি, এটি বহু বছর ধরে চলে আসছে জানিয়ে জেলেনস্কি বলেন, “এটি আমরা জানি বলেই এরকম যে কোনও হুমকিতে আমরা শান্তি থাকি, একথা আমি বহুবারই বলেছি। তবে সব সাধারণ মানুষই উত্তেজনার প্রশমন চাইবে।”ইউক্রেইন ঘিরে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তেজনা এবং আগ্রাসনের আশঙ্কা বেড়ে যাওয়ার পর মঙ্গলবার ইউক্রেইন সীমান্ত থেকে কিছু সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় মস্কো। এর পরদিন ক্রিমিয়া উপদ্বীপ থেকেও রাশিয়া আরও কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রণালয় বুধবার একটি ভিডিও প্রকাশ করে বলেছে, এতে মহড়া শেষে সারি সারি ট্যাংক এবং সামরিক যান ক্রিমিয়া ছেড়ে চলে যেতে দেখা গেছে। কিছু সেনা তাদের স্থায়ী ঘাঁটিতেও ফিরে যাবে।মঙ্গলবার রাশিয়া যে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তাতে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।পশ্চিমা সামরিক জোট নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, তারা রুশ বাহিনী প্রত্যাহার দেখেননি। মাঠ পর্যায়ে উত্তেজনার কোনও প্রশমনও নজরে আসেনি। বরং উল্টো মনে হয়েছে রাশিয়া সেনা সমাবেশ করেই চলেছে, বলেন তিনি।এ বিষয়টি মস্কো থেকে দেওয়া কূটনৈতিক প্রচেষ্টার বার্তার একেবারেই বিপরীত বলে মন্তব্য করেছেন স্টলটেনবার্গ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য