স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ জানুয়ারি: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বুধবার মালির খনি মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে দক্ষিণপশ্চিম মালির একটি ছোট সোনার খনিতে কাজ করার সময় সুড়ঙ্গ ধসে ৪০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়।এর আগে মঙ্গলবার আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দক্ষিণপশ্চিম কৌলিকোরো অঞ্চলের কাঙ্গাবা সার্কেলে শুক্রবার ঘটনাটি ঘটেছে।শ্রমিকরা স্থানীয়ভাবে পরিচালিত ঐতিহ্যবাহী খনিটির সুড়ঙ্গে কাজ করার সময় সেটি ধসে পড়ে বলে বিবৃতিতে জানানো হয়। কিন্তু কাঙ্গাবা শহরের সোনার খনিগুলোর জন্য নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছে।একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে তিনি বলেন, “একটি শব্দ দিয়ে এটি শুরু হয়। মাটি কাঁপতে শুরু করে। সেখানে ২০০ জনেরও বেশি খনি শ্রমিক ছিল।”
মালির ভূতত্ত্ব ও খনি অধিদপ্তরের ঊধ্র্বতন কর্মকর্তা করিম বেথে এটিকে একটি ‘দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা বে কুলিবলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “সোনা অনুসন্ধানকারীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সুড়ঙ্গ খুঁড়ে চলে, আমরা অনেকবার তাদের সতর্ক করেছি, কিন্তু সেগুলো বিফলে গেছে।”তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য খনি মন্ত্রণালয় বৃহস্পতিবার কাঙ্গাবায় একটি মিশন পাঠাচ্ছে।এ ঘটনার বহু মানুষের মৃত্যু হওয়ায় মালির সরকার ‘গভীর শোক’ ও নিহতদের পরিবারের প্রতি ‘সমবেদনা’ প্রকাশ করেছে।মালিতে ছোটখাট, স্থানীয় কারিগরদের তত্ত্বাবধানে চলা বহু সোনার খনি আছে। ঐতিহ্যবাহী এসব সোনার খনিতে সনাতন পদ্ধতিতে খোঁড়াখুঁড়ি করে করে সোনা অনুসন্ধান করা হয়। সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।দেশটির খনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালিতে এ ধরনের খনিগুলো থেকে ২০২৩ সালে ছয় টনের মতো সোনা উৎপাদিত হয়।