Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদচীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, এখনও বহু নিখোঁজ

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, এখনও বহু নিখোঁজ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি: চীনের ইউনান প্রদেশে ভূমিধসের এক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ভূমিধসের পর প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জেনশং কাউন্টির জাওথং শহরে ঘটনাটি ঘটে।শূন্য ডিগ্রি তাপামাত্রার নিচে জমাট ঠাণ্ডার মধ্যে তুষারপাত হতে থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে আবর্জনা সরিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।তারা আরও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করার পর মঙ্গলবার মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়ায়।স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, এক উদ্ধারকর্মী বলেছেন, মাটি আলগা হয়ে থাকায় সেখানে বড় ধরনের মেশিন এনে কাজ করা যাচ্ছে না।তিনি বলেছেন, “নিচে যদি এক্সকেভেশন এনে কাজ শুরু করা হয়, তাহলে উপরটা ধসে পড়তে পারে। তাই বড় বড় মেশিন ব্যবহার করে অভিযান চালানো যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো বেশ কঠিন।”

সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন বাসিন্দা নিখোঁজ হন। পরে সোমবার দুপুরের দিকে তাদের দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিকালে আরও আটজনের মৃতদেহ পাওয়া যায়।দুইজনকে জীবিত উদ্ধার করার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেহে ও মাথায় আঘাত লেগেছে বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছে। তারা সবাই নিজেদের বাড়িতে ঘুমিয়ে ছিলেন।”ঘটনাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন। তাদের সঙ্গে প্রায় ২০০টি উদ্ধারকারী যান আছে। ৫০০ জনেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।রয়টার্স জানিয়েছে, চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুয়াচিং উদ্ধারকাজ তদারকি করছেন।চীনের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশের ওপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ইউনান তাদের অন্যতম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য