Thursday, October 10, 2024
বাড়িবিশ্ব সংবাদইয়েমেনে হুতিদের ওপর আবার হামলা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের

ইয়েমেনে হুতিদের ওপর আবার হামলা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি: ইয়েমেনে হুতিদের লক্ষ্যস্থলে নতুন করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।পেন্টাগন জানিয়েছে, সোমবার হুতিদের ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র, গোয়েন্দা নজরদারি সক্ষমতাসহ আটটি লক্ষ্যে হামলা চালানো হয়েছে।ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে থাকা গাজার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে চলাচলরত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তারা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলকে সমর্থন দেওয়া পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলাও বন্ধ হবে না।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলছে, তারা ‘বাণিজ্যের অবাধ প্রবাহ’ বজায় রাখার চেষ্টা করছে।পেন্টাগনের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “হুতিদের বিরুদ্ধে আরেকবার প্রয়োজনীয় সুসমঞ্জস্যপূর্ণ হামলা চালানো হয়েছে।”বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটিতে ফের হামলার বিষয়ে হুতি নেতৃত্বকে হুঁশিয়ার করেছে তারা।অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থন নিয়ে ইয়েমেনে হুতিদের লক্ষ্যগুলোতে হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।সোমবারের এসব হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে থাকা জঙ্গি বিমানগুলোও অংশ নিয়েছে।হুতিদের আল মাসিরাহ টেলিভিশনের খবরে ইয়েমেনের রাজধানী সানাসহ তিয়াজ ও বেইদা প্রদেশে হামলা হয়েছে বলে জানানো হয়েছে। সানার নিকটবর্তী আল-দাইলামি বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।মার্কিন হুঁশিয়ারি ও হামলা উপেক্ষা করেই ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও শত্রুভাবাপন্ন পশ্চিমা জাহাজগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য