Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদএডেন উপসাগরে নিখোঁজ ২ মার্কিন নেভি সিলসকে মৃত ঘোষণা

এডেন উপসাগরে নিখোঁজ ২ মার্কিন নেভি সিলসকে মৃত ঘোষণা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ শাখা সিলস এর দুই সদস্য গত ১১ জানুয়ারি এডেন উপসাগরের সোমালিয়া উপকূলে একটি নৌযানে অভিযান চালানোর চেষ্টা সময় নিখোঁজ হন। নৌযানটিতে ইরানি অস্ত্র বহন করা হচ্ছিল ধারণা থেকে ওই দুই সিলস অভিযান চালাতে সেটিতে উঠতে চেষ্টা করেছিলেন।তারপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি । তাদের খোঁজে যুক্তরাষ্ট্র, স্পেন এবং জাপানের যৌথ বাহিনী সমুদ্রে ২১ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু তাদের কোনো হদিস মেলেনি বলে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানায় ইউ.এস. সেন্ট্রাল কমান্ড।সেখানে দেওয়া বিবৃতিতে বলা হয়, “আমরা আমাদের নেভাল স্পেশাল ওয়ারফেয়ারের দুইজন যোদ্ধা হারানোর শোক প্রকাশ করছি। আমরা আজীবন তাদের ত্যাগ এবং উদাহরণকে সম্মান জানিয়ে যাব।”

গত ১১ জানুয়ারি নিখোঁজ হওয়া পর প্রথমে তাদের জীবিত উদ্ধার করার অভিযান চলেছে। এখন তাদের মৃত ঘোষণা করে মৃতদেহ উদ্ধার অভিযান শুরু করা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।লোহিত সাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতি লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়ার ইসরায়েলের অভিযান বন্ধের দাবিতে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে।ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।সিল শব্দটি দ্বারা সমুদ্র, বায়ু ও ভূমি বোঝানো হয়। ‘ইউএস নেভি সিলস’ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ ফোর্সে এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের একটি অংশ। সরাসরি সামরিক অভিযান ও বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করাই এ বাহিনীর সদস্যদের মূল কাজ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য