Tuesday, November 5, 2024
বাড়িবিশ্ব সংবাদএবার ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান

এবার ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জানুয়ারি: ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরান।বিবিসি জানায়, ওমানের বন্দর সোহারের কাছে মুখোশপরা একদল অস্ত্রধারী সেন্ট নিকোলাস নামের ওই ট্যাঙ্কারটির উপর জোর করে উঠে আসে এবং অস্ত্রের মুখে ক্রুদের সেটি একটি ইরানি বন্দরের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।পরে ইরানি নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক জাহাজ ও তেল বাজেয়াপ্ত করার প্রতিশোধ হিসেবে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। ইরাকের বন্দর বসরা থেকে তেল নিয়ে তুরস্কে যাচ্ছিল সেন্ট নিকোলাস।এ বিষয়ে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স এর পক্ষ থেকে বলা হয়, তারা বৃহস্পতিবার এ বিষয়ে খবর জানতে পেরেছে। যেখানে বলা হয়ছে, চার-পাঁচজন ব্যক্তি জিএমটি ০৩:৩০ মিনিটে অবৈধভাবে সেন্ট নিকোলাসে উঠে পড়েছে। তাদের পরনে সামরিক বাহিনীর মত কালো পোশাক এবং কালো মুখোশ ছিল।

সেন্ট নিকোলাসের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জানিয়ে তারা আরো বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।ট্যাঙ্কারটিতে ১ লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল এবং ১৯ জন ক্রু ছিল। ক্রুদের ১৮ জন ফিলিপিনো ও একজন গ্রিক নাগরিক।গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্র সেন্ট নিকোলাসকে জব্দ করেছিল। তখন সেটির নাম ছিল সুয়েজ রাজান। যুক্তরাষ্ট্র সেটিকে ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার অজুহাতে জব্দ করেছিল। পরে জাহাজটির মালিক পক্ষ ইরানের পক্ষে গোপনে তেল বিক্রি এবং বিদেশে পরিবহন করে নিষেধাজ্ঞা লঙ্ঘনের ষড়যন্ত্র করার দোষ স্বীকার করে নেয়।ইরানের এই জাহাজ জব্দ করার ঘটনাটি তাই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজে হামলার করার মত বিষয় নয় বলেই মনে করে বিবিসি। অ্যারাবিয়ান পেনিনসুলার একপাশে লোহিত সাগর এবং ঠিক বিপরীতে পাশে ওমান উপসাগর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য