Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদরওনা হল বেসরকারি খাতে চীনের সবচেয়ে শক্তিশালী রকেট

রওনা হল বেসরকারি খাতে চীনের সবচেয়ে শক্তিশালী রকেট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জানুয়ারি: চীনের বাণিজ্যিক মহাকাশ খাতে সবচেয়ে শক্তিশালী রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে বেইজিংভিত্তিক স্টার্টআপ কোম্পানি ওরিয়নস্পেস।মহাকাশ খাতে দেশটির সরকারি সংস্থাগুলোর আধিপত্য থাকলেও নতুন এ মাইলফলক দেশটিতে আরও বেসরকারি রকেট উৎক্ষেপণের সুযোগ করে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।ওরিয়নস্পেস এক বিবৃতিতে বলেছে, কোম্পানির ‘গ্র্যাভিটি ১’ রকেট উৎক্ষেপিত হয়েছে চীনের পূর্ব উপকূলে অবস্থিত শ্যানডং প্রদেশ থেকে, যা কক্ষপথে তিনটি ‘রিমোট নিয়ন্ত্রিত স্যাটেলাইট’ সফলভাবে স্থাপন করেছে।পৃথিবীর নিম্নকক্ষপথে রকেটটির পেলোড বহনের সক্ষমতা সাড়ে ছয় হাজার কেজি পর্যন্ত, যা চীনের কোনো প্রাইভেট কোম্পানির পরিচালিত সবচেয়ে শক্তিশালী উন্মোচন হিসেবে বিবেচিত হচ্ছে।গ্র্যাভিটি-১’র উৎক্ষেপণ সম্ভবত চীনের নবজাতক প্রাইভেট রকেট সেক্টরে উৎক্ষেপণের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। গত বছর ওরিয়নস্পেসের সিইও বলেন, কোম্পানি এরইমধ্যে মহাকাশ কক্ষপথে শত শত স্যাটেলাইট স্থাপনের অর্ডার নিশ্চিত করেছে।

ওরিয়নস্পেসের দাবি, একক উৎক্ষেপণে ৩০টি পর্যন্ত স্যাটেলাইট কক্ষপথে বসানোর সক্ষমতা রয়েছে এ রকেটের। তারা আরও যোগ করে, একটি রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে সাত দিনের কম সময় লাগে কোম্পানিটির। এমনকি কিছু ক্ষেত্রে একদিনের মাথায় উৎক্ষেপণ ঘটানো সম্ভব।গ্র্যাভিটি ১-এর ভ্রাম্যমাণ সমুদ্রঘাটি থেকে রকেট উৎক্ষেপণ করার সক্ষমতা সম্ভাব্য লঞ্চ সাইটের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ২০২০ সালে প্রথমবার সমুদ্রঘাটি থেকে ‘লং মার্চ ১১’ নামের রকেট উৎক্ষেপণ করেছিল চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ গবেষণা সংস্থা।সমুদ্রপৃষ্ঠ থেকে রকেট উৎক্ষেপণে ঘনবসতিপূর্ণ এলাকায় রকেটের বিভিন্ন অংশ আছড়ে পড়ার ঝুঁকিও কমে আসবে।চীনের সরকারি গণমাধ্যম বলছে, গ্র্যাভিটি ১-এর প্রথম উৎক্ষেপণের মাধ্যমে পঞ্চম চীনা বাণিজ্যিক কোম্পানি হিসেবে রকেট উৎক্ষেপণ পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ওরিয়নস্পেস। এর আগে এ একই কৃতিত্ব অর্জন করতে দেখা গেছে আই-স্পেস, গ্যালাক্টিক এনার্জি, স্পেস পাইওনিয়ার ও ল্যান্ডস্পেস-এর মতো কোম্পানিগুলোকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য