Thursday, October 10, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রে মাঝ–আকাশে উড়োজাহাজ থেকে ভেঙে পড়া অংশের সন্ধান

যুক্তরাষ্ট্রে মাঝ–আকাশে উড়োজাহাজ থেকে ভেঙে পড়া অংশের সন্ধান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৮ জানুয়ারি: যুক্তরাষ্ট্রে মাঝ–আকাশে একটি উড়োজাহাজ থেকে ভেঙে পড়ে যাওয়া অংশটির সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।গত শুক্রবার আলাস্কা এয়ারলাইনসের উড়োজাহাজটি ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অন্টারিওর উদ্দেশে রওনা করেছিল। তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে এটি জরুরি অবতরণে যেতে বাধ্য হয়। কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় ওঠার পর এর একটি অংশ (ডোর প্লাগ) ভেঙে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের ওই উড়োজাহাজে তখন ১৭৭ যাত্রী ও ক্রু ছিলেন। তবে তাঁদের কোনো ক্ষতি হয়নি।ঘটনার পর থেকে পোর্টল্যান্ডে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের নিখোঁজ অংশটি খুঁজছিল কর্তৃপক্ষ। কারণ, এ শহর থেকে ওড়ার পর পরই মাঝ–আকাশে ডোর প্লাগটি ভেঙে পড়েছিল। ডিয়েগো মুরিলো নামের এক যাত্রী বলেন, ডোর প্লাগ ভেঙে পড়ার কারণে উড়োজাহাজের দেয়ালে একটি রেফ্রিজারেটর আকারের ফাঁকাস্থান তৈরি হয়।এ ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সংস্থার প্রধান আজ বলেছেন, বব নামের এক শিক্ষক তাঁর বাড়ির আঙিনায় উড়োজাহাজের নিখোঁজ অংশটি পেয়েছেন।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কা এয়ারলাইনসের পাইলটেরা এর আগেও তিনবার ফ্লাইট পরিচালনা করতে গিয়ে সতর্কসংকেত পেয়েছিলেন। এ সংকেতগুলো পাওয়া গিয়েছিল গত ৭ ডিসেম্বর, ৩ জানুয়ারি ও ৪ জানুয়ারি। তবে ওই সতর্কসংকেতের সঙ্গে ডোর প্লাগ ভেঙে পড়ার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।আলাস্কা এয়ারলাইনসের উড়োজাহাজটির জরুরি অবতরণের পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড করার (বসিয়ে রাখা) নির্দেশ দেয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৭১টির মতো উড়োজাহাজের নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের কাজ চলমান। এগুলো এখনো বসিয়ে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত ত্রুটি না পাওয়ায় গতকাল রোববার অন্য উড়োজাহাজগুলোকে ওড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য