Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদআমেরিকার লিউইস্টনে বন্দুক-হামলায় মৃত ২২; আহত ৫০-৬০ জন, আততায়ীকে খুঁজছে পুলিশ

আমেরিকার লিউইস্টনে বন্দুক-হামলায় মৃত ২২; আহত ৫০-৬০ জন, আততায়ীকে খুঁজছে পুলিশ

লিউইস্টন, ২৬ অক্টোবর (হি.স.): মার্কিন মুলুকে ভয়াবহ বন্দুক-হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। অতর্কিতে হামলায় জখম ও আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। স্থানীয় সময় অনুযায়ী বুধবার (২৫ অক্টোবর) আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের লিউইস্টনে একাধিক স্থানে এই হামলার ঘটনা ঘটেছে। একটি বার ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টার-সহ বিভিন্ন স্থানে চালানো এই বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ অথবা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী আততায়ী এখনও পলাতক।

লিউইস্টন সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি বলেছেন, “২২ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে জখম ও আহত হয়েছেন।” হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও। এই হামলা সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য