স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্যারাডাইস চৌমুহনি এলাকায় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মায়ের গমন (কার্নিভ্যাল) -২০২৩। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিমার সামনে নারিকেল ফাটিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতি জনজাতির মেলবন্ধনের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়।
তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজিত মায়ের গমন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এত সুন্দর করে এক ব্যবস্থাপনার মাধ্যমে বিসর্জনের আয়োজন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কার্নিভ্যাল। কিন্তু রাজ্যে আগে এত সুন্দর বিসর্জনের ব্যবস্থাপনা কখনো ছিল না। দর্শনার্থীদের উপস্থিতিতে এই কার্নিভ্যালের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এদিন বিজয়া শুভেচ্ছা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়ে বলেন, সদ্য সমাপ্ত দুর্গাপূজা কোন ধরনের অশান্তি খবর এখন পর্যন্ত নেই। গত কয়েক বছরের সুন্দর ব্যবস্থাপনার কারণে বিগত বছরের তুলনায় এ বছর পুজোর সংখ্যাও বেড়েছে।
মানুষ শান্তিপূর্ণভাবে পূজা দেখেছে। আজকে যে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে তার দ্বারা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে বলা হতো বাঙালিতে বারো মাসে তেরো পার্বণ। কিন্তু এটা এখন জাতি জনজাতির সকলের উৎসব হয়ে উঠেছে। এবং এখন আর ১৩ পার্বণে সীমাবদ্ধ নেই বাঙ্গালীদের উৎসব। নতুন করে সংযুক্ত গণেশ চতুর্থী সহ আরো অন্যান্য উৎসব। রাজ্যে সব অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠানগুলি আয়োজন করে। এভাবেই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি আগামী দিনে ধরে রাখবে বলে আশা ব্যক্ত করে মু্খ্যমন্ত্রী। কার্নিভ্যাল ঘিরে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। হাজার হাজার দর্শনার্থী সমবেত হয় আগরতলা জাতীয় সড়কের দুপাশে।