স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৫ মে: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত।এবারের স্থানীয় সরকার নির্বাচনে পুরো যুক্তরাজ্যে মেট্রোপলিটন, ডিস্ট্রিক্ট, ইউনিটারি, বার কাউন্সিলসহ ২৩০টি কাউন্সিলে এবং ৪টি কাউন্সিলের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার পাশাপাশি অনেক ভোটার পোস্টাল ও প্রক্সি ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে।এবারের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টির মনোনয়নে দেড় শতাধিক ব্রিটিশ বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে লুটন সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।গতকালের নির্বাচন থেকে যুক্তরাজ্যের ইলেকটোরাল কমিশন ভোট দেওয়ার জন্য ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে।
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ, আজ গণনা
সম্পরকিত প্রবন্ধ