Wednesday, July 23, 2025
বাড়িবিশ্ব সংবাদপোপ ফ্রান্সিস, রাহুল, প্রিয়াঙ্কা, শাহরুখ, কোহলি থেকে রোনালদো—কে কে টুইটারে ব্লু টিক...

পোপ ফ্রান্সিস, রাহুল, প্রিয়াঙ্কা, শাহরুখ, কোহলি থেকে রোনালদো—কে কে টুইটারে ব্লু টিক হারালেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২১ এপ্রিল: লিউড তারকা শাহরুখ খান থেকে খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস—অনেকেই তাঁদের টুইটার অ্যাকাউন্টের ভেরিফায়েড ‘ব্লু টিক’ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে তাঁদের অ্যাকাউন্টে আর ব্লু টিক দেখা যাচ্ছে না।সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কর্তৃপক্ষ গতকাল ব্লু টিকধারী ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে এ চিহ্ন মুছে দিতে শুরু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, শুধু যাঁরা এ চিহ্নের জন্য টুইটারকে অর্থ দেবেন, তাঁদের অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে।গত বছরের নভেম্বরে টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন এ নিয়মের কথা জানান কোম্পানিটির মালিক ও সিইও ইলন মাস্ক। ওয়েব ভার্সনের জন্য ব্লু টিকধারীদের মাসে ৮ ডলার, আর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার দিতে হবে।গতকাল থেকে এ নিয়ম কার্যকর করেছে টুইটার কর্তৃপক্ষ। এর পরপরই ভারতীয় অনেক তারকার টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক গায়েব হয়ে গেছে। এ তালিকায় আছেন অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট। এ ছাড়া তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মাও ব্লু টিক হারিয়েছেন।।

ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে টুইটারের ব্লু টিক হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ব্লু টিক গায়েব হয়ে গেছে পোপ ফ্রান্সিসের টুইটার অ্যাকাউন্ট থেকেও। অন্যদিকে, স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু টিক হারানো তারকাদের তালিকায় আরও রয়েছে ‘হ্যারিপটার’ সিরিজের লেখিকা জে কে রাউলিং, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, মার্কিন র‍্যাপার জে-জেডের নামও।ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নিয়েছেন। এরপর প্রতিষ্ঠানটির নেতৃত্বের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। নেতৃত্ব নেওয়ার পরই অর্থের বিনিময়ে ‘ব্লু টিক’ সেবা চালু করেছেন মাস্ক।মূলত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়া, বিনোদন, সাংবাদিকতা, করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্লু টিকের ব্যবস্থাটি চালু করেছিল টুইটার। এত দিন টুইটারে এ ব্লু টিক পাওয়া যেত বিনা মূল্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!