Friday, February 7, 2025
বাড়িবিশ্ব সংবাদজাপানে ভারি তুষারপাতের কারণে ১০০ ফ্লাইট বাতিল

জাপানে ভারি তুষারপাতের কারণে ১০০ ফ্লাইট বাতিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর :  জাপানের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতের কারণে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।রোববার দেশটির দু’টি বৃহত্তম এয়ারলাইন্স একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।এএনএ হোল্ডিংসের অপারশেন্স ডিরেক্টর হিরোয়াকি হায়াকাওয়া জানান, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে প্রায় পাঁচ হাজার ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।  

জাপান এয়ারলাইন্সের অপারেশন্স বিভাগের একজন প্রতিনিধি জানিয়েছেন, বিকাল ৪টা পর্যন্ত তাদের ৪৯টি ফ্লাইট বাতিল হয়েছে আর এতে দুই হাজার ৪৬০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।  করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দ্রুত বিস্তারের কারণে খ্রিস্টীয় বড়দিনের ছুটির মধ্যে বিশ্বব্যাপী কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে।জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট ২৩১ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে বিদেশ থেকে আসা লোকজনও আছে আর স্থানীয়ভাবে সামাজিক সংক্রমণের শিকার হয়েছেন কয়েক ডজন। ওমিক্রনের হুমকি ঠেকাতে দেশটি সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য