Saturday, July 12, 2025
বাড়িবিশ্ব সংবাদডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুন : বুধবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বিষয়ে হোয়াইট হাউস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে মুনিরের জন্য।

পাক সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, পাঁচ দিনের সফরে আমেরিকায় গিয়েছেন মুনির। তার পর এ-ও শোনা গিয়েছিল, আমেরিকার সেনা দিবসে পাক সেনাপ্রধানকে আমন্ত্রণও জানানো হয়েছে। যদিও আমন্ত্রণের খবর পরে নস্যাৎ করে আমেরিকা। গত শনিবার আমেরিকার ২৫০তম সেনাদিবস অনুষ্ঠানে দেখাও যায়নি মুনিরকে। তবে এ বার বিজ্ঞপ্তি জারি করে ট্রাম্পের সঙ্গে মুনিরের বৈঠকের কথা জানিয়ে দিল হোয়াইট হাউস। দু’জনের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে, এখন তা নিয়েই জল্পনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য