স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৮ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইভে ডা কোভিড পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার সময় মাকড়সা নিয়ে বিপত্তিতে পড়েন।
তিনি বক্তব্য দেওয়ার একপর্যায়ে তার পায়ে বড় একটি মাকড়সা হাঁটছে বলে দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।বিবিসি’র ভিডিওতে দেখা গেছে, মন্ত্রী প্রথমে তার পায়ের দিকে নিচু হয়ে তাকিয়ে মাকড়সা খোঁজার চেষ্টা করছেন। তারপর একটু ভয় পাওয়া কণ্ঠে তিনি বলে ওঠেন, “কেউ কি একটু মাকড়সাটা সরিয়ে দিতে পারেন?’এ সময় মজা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঠিক আছে, আমি আপনাদের জন্য বিষয়টি সামলে নেব। এতে বোঝা যাবে, আমি পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারি।”“আমি হান্টসম্যান মাকড়সা পছন্দ করি না, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এমন ভাব করছি, যেন এ মুহূর্তে আমার গায়ে কোনও মাকড়সা নেই। অন্য কেউ এটিকে সামাল দিক। তবে আমার মুখের কাছে চলে এলে জানাবেন কিন্তু।”
হান্টসম্যান হচ্ছে, বড় আকারের মাকড়সা। এর পা ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত বড় হয়। এরা বিষধর হলেও সাধারনত কামড়ায় না। সেকারণে এ ধরনের মাকড়সাকে বিপজ্জনক বলে মনে করা হয় না।তবে সংবাদ সম্মেলনে এই মাকড়সার আকস্মিক আগমন বিড়ম্বনা সৃষ্টি করেছে। স্বাস্থ্যমন্ত্রী ইভে ডা জানান, তার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাকড়সারটিকে সরিয়ে দিতে এগিয়ে এসেছেন।তখন একজন ইভে ডা’কে দেখিয়ে দিয়ে বলেন যে, তার বাম পায়ের নিচের দিকে আছে মাকড়সাটি। তখন তিনি নিজেও পায়ের দিকে তাকিয়ে মাকড়সা দেখতে পেয়ে লাফিয়ে সরে যান। এ সময় আশেপাশে হাসির রোল পড়ে যায়। আর এই হট্টগোলের মধ্যে মাকড়সাটিও শেষ পর্যন্ত সটকে পড়ে।স্বাস্থ্যমন্ত্রী তখন মজা করে বলেন, “একই সঙ্গে কোভিড আর হান্টসম্যান দুইই পেলাম আমরা।” এরপর আবার সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে ফিরে যান তিনি।