স্যন্দন ডিজিটেল ডেস্ক,১১ ফেব্রুয়ারি: ইউক্রেইন যুদ্ধের প্রভাব এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ক্ষমতার টালমাটাল ১৮ মাসের মাথায় পদত্যাগ করেছে মলদোভার পশ্চিমা-পন্থি সরকার। প্রেসিডেন্ট মায়া সানদু শুক্রবার প্রধানমন্ত্রী নাতালিয়া গাবরিলিতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার জায়গায় তিনি নিয়োগ করেছেন তারই সহযোগী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দোরিন রেচানকে।রেচান খুব দ্রুতই পার্লামেন্টের অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধার করতে তিনি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মলদোভার যোগদানের চেষ্টা নিয়ে এগিয়ে যাবেন। নতুন সরকার তিনটি বিষয়কে অগ্রাধিকার দেবে বলে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন রেচান। এগুলো হল: আইন-শৃঙখলা, নতুন জীবন ও অর্থনীতি এবং শান্তি ও স্থিতিশীলতা। মলদোভার বিচ্ছিন্নতাবাদী ট্রান্সদিনিসত্রিয়ায় অঞ্চলে রাশিয়ার সেনা আছে। মলদোভার ইইউ’য়ে যোগদানের সম্ভাবনায় রাশিয়া নাখোশ। এর মধ্যে শুক্রবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেইনে আঘাত হানার আগেই মলদোভার আকাশসীমা লঙ্ঘন করায় উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় মলদোভা।
ক্ষমতার টালমাটাল ১৮ মাস পর মলদোভা সরকারের পদত্যাগ
সম্পরকিত প্রবন্ধ