Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদতুরস্কে কনস্যুলেট বন্ধ, যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের রাষ্ট্রদূতকে তলব

তুরস্কে কনস্যুলেট বন্ধ, যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের রাষ্ট্রদূতকে তলব

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ ফেব্রুয়ারি: আঙ্কারায় দায়িত্বরত ৯টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার তাঁদের তলব করা হয়। এই ৯ জনের মধ্যে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গত সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দেয়। মূলত এর জেরে ৯ জন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। এই ৯ দেশ হলো—জার্মানি, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে তুরস্কের দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় আঙ্কারা কড়া সমালোচনা করেছে।এ ছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়া নিয়েও তুরস্কের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটোতে শর্তসাপেক্ষে ফিনল্যান্ডের যোগ দেওয়ার বিষয় রাজি থাকলেও সুইডেনের বিষয়ে আপত্তি তুলেছেন। তুরস্ক ভেটো দিলে ন্যাটোয় সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়া আটকে যাবে।এই পরিস্থিতিতে তুরস্ককে চাপ দেওয়ার কৌশল বেছে নিয়েছে পশ্চিমারা। মূলত এ কারণে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে গত বুধবার জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশ ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে।তবে তুরস্কে মার্কিন কনস্যুলেট খোলা রয়েছে। কারণ, কনস্যুলেট ভবনটি ইস্তাম্বুল শহরের কেন্দ্রে অবস্থিত নয়। তাই এলাকাটিকে তুলনামূলক কম ‘ঝুঁকিপূর্ণ’ মনে করা হচ্ছে।এর পাশাপাশি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ সব দেশের দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক সরকার।এদিকে নরওয়ের পুলিশ রাজধানী অসলোতে পূর্বপরিকল্পিত ইসলামবিরোধী এক বিক্ষোভ বাতিল করেছে। সেখানে তুরস্কের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিলেন বিক্ষোভকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য