Thursday, April 25, 2024
বাড়িবিশ্ব সংবাদবলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

বলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১১ জানুয়ারি: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর রয়টার্সের।বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থান করছেন। গত সোমবার ফ্লোরিডার অরল্যান্ডোর কাছের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি হাসপাতাল ছাড়েন।অন্ত্রের ব্যথা নিয়ে বলসোনারো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৮ সালে নির্বাচনী প্রচারকালে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। সেই আঘাত-সংশ্লিষ্ট অন্ত্রের ব্যথার কারণে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে।চিকিৎসক বলেছেন, বলসোনারোর সমস্যা গুরুতর কিছু নয়। গত বছর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে বলসোনারো পরাজিত হন।

লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান বলসোনারো।কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালান।যুক্তরাষ্ট্র থেকে বলসোনারো এই হামলার নিন্দা জানিয়েছেন। তবে তিনি দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন।বলসোনারোর সমর্থকদের হামলার প্রতিবাদে গতকাল ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলোতে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বলসোনারোকে কারাগারে পাঠানোর জন্য স্লোগান দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য