Sunday, April 28, 2024
বাড়িবিশ্ব সংবাদমেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

মেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জানুয়ারি:মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর হুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।রোববার কারাগারে হামলা ছাড়াও শহরটির অন্যত্র সশস্ত্র আগ্রাসনে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলেও তারা জানিয়েছে।কারাগারে হামলায় নিহতদের মধ্যে ১০ নিরাপত্তা রক্ষী আর চারজন কয়েদি, এর বাইরে ১৩ জন আহত ও অন্তত ১৪ জন পালিয়েছেন বলে চিহুয়াহুয়া রাজ্যের কৌঁসুলির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হুয়ারেজ শহরের ওই কারাগারে কারা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে সাঁজোয়া যানে করে কারাগারে গিয়ে গুলি ছোড়া শুরু করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বলেছেন চিহুয়াহুয়ার কৌঁসুলি।এই ঘটনার কিছুক্ষণ আগে কাছাকাছি এলাকায় পৌর পুলিশের ওপর হামলার খবর পায় কর্তৃপক্ষ। সেখানে ধাওয়া করে চারজনকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়।শহরের অন্যত্র পরে ‘সশস্ত্র আগ্রাসনে’ আরও দুই গাড়িচালকের মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ।এই তিন ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা রাজ্য কৌঁসুলি তা স্পষ্ট করেননি।গত বছরের অগাস্টে হুয়ারেজের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গ্যাংয়ের মধ্যে দাঙ্গা ও গোলাগুলিতে ১১ জন নিহতের পর কর্তৃপক্ষ সেখানে কয়েকশ সেনা পাঠিয়েছিল। ওই ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য