Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদআফগানিস্তানে ছাত্রীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করায় ছাত্রদের ক্লাস বর্জন

আফগানিস্তানে ছাত্রীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করায় ছাত্রদের ক্লাস বর্জন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ ডিসেম্বর: আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ করার প্রতিবাদে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরুষ শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেছেন। তাঁরা বলছেন, নারী শিক্ষার্থীরা ক্লাসে না ফেরা পর্যন্ত তাঁরা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন।গতকাল রোববার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।এ মাসে আফগানিস্তানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে। সিদ্ধান্তটিকে কেন্দ্র করে আফগানিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়। আন্তর্জাতিকভাবেও আফগান সরকার সমালোচনার মুখে পড়ে।ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে মুজাম্মেল নামে এক ছাত্র বলেন, ‘নারী শিক্ষার্থীরা ক্লাসে না ফেরা পর্যন্ত আমরা বর্জন কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের পড়াশোনাও বর্জন করব। আর শিক্ষা কার্যক্রমে অংশ নেব না।’নাবিদুল্লাহ নামের অপর এক ছাত্র বলেন, ‘আমাদের বোনদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও আর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না।’টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাষকও তালেবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক।

শিক্ষক তৌফিক উল্লাহ বলেন, ‘আমরা ইসলামিক এমিরেট (আফগানিস্তান) কর্তৃপক্ষকে বলছি আমাদের বোনদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেন আবারও খুলে দেওয়া হয়।’কাবুলের বাসিন্দারাও বলছেন তালেবান সরকার যেন যত দ্রুত সম্ভব নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।কাবুলের বাসিন্দা আসমা বলেন, ‘বিশ্ববিদ্যালয়, স্কুল এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।সিয়ার নামে কাবুলের আরেক বাসিন্দা বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে এবং নারীদের পড়াশোনা থেকে বঞ্চিত করে আফগানিস্তানকে সমৃদ্ধ করা যাবে না।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য