Wednesday, April 17, 2024
বাড়িখেলাওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া ‘অ্যালান বোর্ডার মেডেল।’ এরপরই সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, যেটির সঙ্গে এখন উচ্চারিত হবে ওয়ার্নের নাম। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ যৌথভাবে দেন এই ঘোষণা। হকলি বলেন, এমন একটি স্বীকৃতি ওয়ার্নের প্রাপ্য। “অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন হিসেবে এটি খুবই উপযুক্ত যে, টেস্ট ক্রিকেটের প্রতি শেন ওয়ার্নের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার আমরা তার নামে চিরস্থায়ী করে রাখছে।” 

একসময় টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ার্ন। পরে মুত্তিয়া মুরালিধরন তাকে ছাড়িয়ে শেষ করেন ৮০০ উইকেট নিয়ে। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এখনও ওয়ার্নেরই। ৬৭৫ উইকেট নিয়ে অবশ্য তার কাছাকাছি চলে এসেছেন জেমস অ্যান্ডারসন। ওয়ার্ন মারা যাওয়ার পর প্রথম বক্সিং ডে টেস্ট এটিই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তার ঘরের মাঠ। বক্সিং ডে টেস্টের উপলক্ষ সবসময়ই দারুণ প্রিয় ছিল কিংবদন্তি স্পিনারের। তার স্মরণে বিভিন্ন আয়োজনও চলছে এই টেস্টে। যেকরম ফ্লপি হ্যাট পরে মাঠে নামতেন ওয়ার্ন, সেরকম হ্যাট পরেই টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীতে দাঁড়ান দুই দলের ক্রিকেটাররা। দর্শকদের অনেকের মাথায়ও দেখা যায় সেই ফ্লপি হ্যাট। ওয়ার্নের মতোই মুখে জিঙ্ক মেখে আসেন অনেকেই। মাঠের এক পাশে বড় করে আঁকা আছে তার টেস্ট ক্যাপ নম্বর ‘৩৫০।’ বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার গতবার জিতে নেন ট্রাভিস হেড। এবার লড়াইয়ে থাকবেন মার্নাস লাবুশেন, উসমান খাওয়াজা ও ন্যাথান লায়ন। এবারের ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য