Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদকোভিড সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে চীন

কোভিড সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে চীন

স্যান্দন ডিজিটেল ডেস্ক, ২৩ডিসেম্বর: চীনে এক সপ্তাহের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ চূড়ায় উঠবে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা। এতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়বে বলে অনুমান কর্তৃপক্ষের, যদিও বর্তমানে রোগটিকে অত গুরুতর কিছু বলে মনে করছেন না তারা এবং নতুন কোনো মৃত্যু নেই বলে প্রতিবেদন দেওয়া অব্যাহত রেখেছেন। ‘শূন্য কোভিড’ নীতির গণপরীক্ষা ও লকডাউন ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে চলতি মাসে এসব পদক্ষেপ থেকে সরে আসতে শুরু করে চীন, এর মাধ্যমে তারা ভাইরাসের সঙ্গে বসবাসের দিকে যেতে থাকা শেষ গুরুত্বপূর্ণ দেশ হয়ে ওঠে।তাদের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থনীতির গতি শ্লথ করে প্রায় অর্ধ শতাব্দির মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যায়, এতে বৈশ্বিক সরবরাহ চেইন ও বাণিজ্যে জট লেগে যায়।এখন চীনের কর্মীরা যখন ক্রমবর্ধমানহারে অসুস্থ হয়ে পড়ছেন তখন স্বল্প সময়ের জন্য অর্থনীতিতে আরও ভাঙ্গণ দেখা যাবে বলে মনে করা হচ্ছে, তবে আগামী বছরই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৃহস্পতিবার চীনে স্থানীয়ভাবে সংক্রমিত উপসর্গযুক্ত নতুন চার হাজার কোভিড রোগী শনাক্ত হয়েছে এবং টানা তৃতীয় দিনের মতো কোভিডে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।    

কোনটি কোভিডে মৃত্যু তার নির্ধারক সুনির্দিষ্ট করে দেওয়ার মাধ্যমে এর আওতা সঙ্কুচিত করে দিয়েছে চীন; অনেক সংক্রামক রোগ বিশেষজ্ঞ তাদের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।  চীনের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ঝাং ওয়েনহং বৃহস্পতিবার সাংহাইয়ের সরকার সমর্থিত অনলাইন সংবাদপত্র ‘দ্য পেপার’কে বলেন, “এক সপ্তাহের মধ্যে সংক্রমণ চূড়ায় উঠবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় গুরুতর রোগীর হারও বাড়বে, এটি নিশ্চিতভাবেই আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।”তবে এরপর কোভিড সংক্রমণের ঢেউ এক বা দুই মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি।“সংক্রমণ অনিবার্য, এ বিষয়ে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে,” বলেছেন তিনি।  ঝাং জানিয়েছেন, তিনি সাংহাইয়ের আশপাশের নার্সিং হোমগুলো পরিদর্শন করেছেন, সেখানে মারাত্মক উপগর্সে আক্রান্ত বৃদ্ধের সংখ্যা কম ছিল।  সাংহাইয়ের এক হাসপাতালের করা হিসাব অনুযায়ী, বাণিজ্য নগরীটির আড়াই কোটি বাসিন্দার অর্ধেক আগামী সপ্তাহের শেষ দিকের মধ্যে কোভিডে আক্রান্ত হবে।আগামী বছর চীনে কোভিডে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কয়েকজন পশ্চিমা স্বাস্থ্য বিশেষজ্ঞ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য