স্যান্দন ডিজিটেল ডেস্ক, ২৩ডিসেম্বর: কানাডায় শীতকালটা আসে হাড়কাঁপানো ঠান্ডা নিয়ে। তাপমাত্রা চলে যায় হিমাঙ্কের নিচে। চলে তুষারপাত। পরিস্থিতি এমন দাঁড়ায় যেন ঘর থেকে বের হওয়াই দায়। তবে এই শীত কাবু করতে পারেনি গুরদীপ পানধারকে। হিমাঙ্কের নিচে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকাশের নিচে শরীর দুলিয়ে নেচে দেখিয়েছেন তিনি। খবর এনডিটিভির। গুরদীপ পানধার নৃত্যশিল্পী। বাড়ি কানাডার ইউকন অঞ্চলে। তীব্র ঠান্ডার মধ্যে ওই নাচানাচির ভিডিও গত মঙ্গলবার টুইটারে প্রকাশ করেছেন তিনি। ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে হাসিখুশি গুরদীপকে বলতে শোনা যায়, ‘মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় ইউকনের বন্য পরিবেশে। আপনাদের জন্য রইল প্রত্যাশা, আনন্দ ও ইতিবাচকতা।’ভিডিওর ক্যাপশনে গুরদীপ লিখেছেন, ‘আজ ইউকনের এই বনজঙ্গলের মধ্যে আমার ঘরের চারপাশের তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতি শান্ত, শীতল ও খুবই চমৎকার। বাতাসটা সবকিছু জমিয়ে দেওয়ার মতো। তবে ফুসফুসের অবসাদ দূর করার জন্য তা খুবই ভালো। এই প্রাকৃতিক পরিবেশে একটু উষ্ণতার জন্য আমি নেচেছি।’
টুইটারে ভিডিওটি প্রায় দুই লাখ বার দেখা হয়েছে। লাইক এসেছে প্রায় ১০ হাজার। গুরদীপের নাচের গুণগান গেয়ে মন্তব্য করতেও ভোলেননি অনেকে। যেমন একজন লিখেছেন, ‘মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস! আপনার শীত করে না? আমি তো মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াসেই কাবু হয়ে যাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘আপনার নাচানাচি পুরো পৃথিবীকেই উষ্ণ করে দিয়েছে।’যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে নিজের অবস্থা জানান দিয়ে আরেকজন বলেছেন, ‘শিকাগোতে আমি সবচেয়ে কম মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেছি। এই ঠান্ডায় ইতিবাচক থাকতে বলাটা কঠিন। আপনার কাজকর্ম ভালোই ছিল।’ একজনের ভাষায়, ‘কানাডার যে জিনিসটা আমি ভালোবাসি, তা হলো বিভিন্ন মৌসুমের বৈচিত্র্য। আমার মনে হয় না, পৃথিবীর যেসব দেশের তাপমাত্রা সারা বছর ধরে ২০-২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেখানে গিয়ে বাঁচতে পারব।’