Friday, January 24, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার গোলা হামলায় খেরসন পুরোপুরি বিদ্যুৎবিহীন

রাশিয়ার গোলা হামলায় খেরসন পুরোপুরি বিদ্যুৎবিহীন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ ডিসেম্বর: ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, খেরসন শহরের কেন্দ্রভাগে গতকাল বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো গোলা হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শহরটির আঞ্চলিক গভর্নর বলেছেন, বন্দর এলাকাটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভারী গোলা হামলার কারণে পুরো শহর বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসির।গত ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়া খেরসনের দখল নিয়েছিল। তবে গত মাসে রাশিয়ার কাছ থেকে খেরসন শহরের পুনর্নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। সম্প্রতি মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনে বর্তমানে শীতকালীন তাপমাত্রা কমে হিমাঙ্ক অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে। বিদ্যুৎ না থাকায় লাখো ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি উষ্ণ রাখতে পারছে না।ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, গতকাল খেরসন শহরের প্রধান প্রশাসনিক ভবনের ১০০ মিটার (৩২৮ ফুট) দূরত্বে গোলাগুলো পড়েছে। গোলা হামলায় প্রশাসনিক ভবন ভীষণরকমে ক্ষতিগ্রস্ত হওয়ার এক দিন পরই নতুন এ হামলা হয়। ইউক্রেনীয় সংবাদমাধ্যম বলছে, একটি চিকিৎসা সহায়তা কেন্দ্রে হামলায় ৩২ বছর বয়সী এক চিকিৎসাকর্মী এবং ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বিস্ফোরণ হয়েছে। মেয়র ইগর তেরেখোভ বলেন, ইউক্রেনের অবকাঠামোগুলোতে রাশিয়া গোলা হামলা চালাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সম্ভব হলে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, রাশিয়ার হামলার কারণে লাখো ইউক্রেনীয় ‘চরম দুর্দশা’-এর মধ্যে আছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে আরও হামলা হলে মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হবে বলে সতর্ক করেছেন তিনি।এদিকে দখল করা দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া–সমর্থিত কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির কেন্দ্রভাগে সবচেয়ে বড় ধরনের হামলা শুরু করেছে। রাশিয়ার নিয়োগ করা কর্মকর্তা আলেক্সি কুলেমজিন বলেন, ওই এলাকায় ৪০টি রকেট ছোড়া হয়েছে। এতে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আলেক্সি কুলেমজিন বলেছেন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় গোলা ছোড়া হয়েছে।হামলার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কুলেমজিন ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছবি পোস্ট করেছেন।জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেওয়া এক বক্তব্যে ভলকার তুর্ক বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের ১ লাখ ৮০ হাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন।ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলাকে ‘জ্বালানি সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন। রাশিয়ার এমন ‘সন্ত্রাস’ প্রতিহত করতে গতকাল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সহায়তা চেয়েছেন তিনি।জেলেনস্কি বলেন, গত ছয় মাসে ইউক্রেন উল্লেখজনক মাত্রায় বিজয় অর্জন করেছে এবং ইউক্রেনের আকাশে সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। জেলেনস্কি বলেন, গত বুধবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৩টি ড্রোন হামলা হয়েছে, তবে সেনাবাহিনী সেগুলোকে প্রতিহত করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য