Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনের একাধিক ফ্রন্টে রুশ আক্রমণ, নেটোর সহায়তার প্রতিশ্রুতি

ইউক্রেইনের একাধিক ফ্রন্টে রুশ আক্রমণ, নেটোর সহায়তার প্রতিশ্রুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ নভেম্বর: রাশিয়ার বাহিনীগুলো একাধিক অঞ্চলে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। এ পরিস্থিতিতে কিইভের নেটো মিত্ররা আরও অস্ত্রসহ দেশটির বিদ্যুৎ ও তাপ উৎপাদন কেন্দ্রগুলো সচল করতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার বিমান হামলার সাইরেন বাজার পর ইউক্রেইনীয়রা বোম্ব শেল্টারগুলোতে গিয়ে আশ্রয় নেয়, পরে দেশজুড়ে ‘অল-ক্লিয়ার’ সঙ্কেত বেজে ওঠে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।এদিন পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রাশিয়ার বাহিনী ইউক্রেইনীয় লক্ষ্যস্থলগুলোতে কামান, মর্টার ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে।রাশিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলের লুহানস্কে ও উত্তরপূর্বাঞ্চলের খারকিভেও হামলা চালিয়েছে, জানিয়েছেন জেলেনস্কি। সেপ্টেম্বরে রুশ বাহিনীকে হটিয়ে খারকিভ পুনরুদ্ধার করেছিল ইউক্রেইন।নিজের রাত্রিকালীন ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন। খুব বড় ধরনের ক্ষতি সত্ত্বেও দখলকারীরা এখনও দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং দক্ষিণে কোনো একটি কিছু পরিকল্পনা করছে।” চলতি মাসে রুশ বাহিনী পিছু হটার পর ইউক্রেইন দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে যুদ্ধক্ষেত্রের বিষয়ে জেলেনস্কির এসব বিবৃতি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ নেটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে দুই দিনব্যাপী এক বৈঠকে মিলিত হয়েছেন। চলতি শীতে ইউক্রেইনকে নিরাপদ ও উষ্ণ রাখা এবং এ সময় রাশিয়ার আক্রমণ থেকে কিইভকে সামরিকভাবে বাঁচিয়ে রাখা, এ উভয় লক্ষ্য সামনে রেখে আলোচনা করছেন তারা। এই বৈঠকের ফাঁকে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সাংবাদিকদের বলেছেন, “আমাদের আইআরআইএস, হকস্, প্যাট্র্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্রান্সফরমার (বৈদ্যুতিক অবকাঠামোর জন্য) প্রয়োজন।“সংক্ষেপে বললে, ইউক্রেইনীয়দের সবচেয়ে বেশি দরকার প্যাট্রিয়ট ও ট্রান্সফরমার।”রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেইনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দেওয়ার বিষয়ে নেটোকে সতর্ক করেছেন। ইউক্রেইনের ‘ধর্মান্ধদের’ অস্ত্র সরবরাহ করায় নেটো জোটকে ‘অপরাধী সত্তা’ অভিহিত করে তাদের নিন্দা করেছেন তিনি।  নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন যুদ্ধে ‘শীতকে একটি অস্ত্র হিসেবে’ ব্যবহারের চেষ্টা করছেন।  রয়টার্স জানিয়েছে, নেটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মন্ত্রী ও কর্মকর্তারা ইউক্রেইনকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা সরবরাহ ও শীত প্রতিরোধী উপকরণ সরবরাহ নিয়ে আলোচনা করছেন।ওয়াশিংটন বলেছে, তারা বৈদ্যুতিক গ্রিডের উপকরণ কেনার জন্য ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে সামরিক সহায়তা দেওয়া ‘একটি অগ্রাধিকার’ বলে ঘোষণা করেছেন। কিন্তু জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাওয়া রিপাবলিকানরা ইউক্রেইনকে দেয় তহবিলের পরিমাণ হ্রাস করার জন্য চাপ সৃষ্টি করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য