Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্র ও ইউরোপকে ৩০ মিনিটে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ৩০ মিনিটে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া: ইলন মাস্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ অক্টোবর: ইউক্রেইন যুদ্ধ ঘিরে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই সময়ে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে ‘বিস্ফোরক’ এক মন্তব্য করেছেন ইলন মাস্ক। এক টুইটে তিনি বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে ৩০ মিনিটের কম সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতা রাখে।”সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করে আলোচিত-সমালোচিত হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।এ মাসের শুরুতে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের অবসানে টুইটারে একটি ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশ করে তিনি সমালোচিত হন। তার দিনকয়েক পর চীন ও তাইওয়ানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের উপায় বলে দিয়ে তিনি বেইজিংয়ের প্রশংসাও পেয়েছেন।গত শুক্রবার মাস্কের একজন অনুসারী তার টুইটার একাউন্টে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি-৫২ বোমারু বিমান নিয়ে নেটোর পরমাণু অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। সেখানেই রি-টুইট করে মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন।তিনি বলেন, ‘‘রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাদেরও ঠিক একই সক্ষমতা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য