Monday, December 5, 2022
বাড়িবিশ্ব সংবাদইউরোপে আরেকটি কোভিড ঢেউ শুরুর আশঙ্কা ডব্লিউএইচও’র

ইউরোপে আরেকটি কোভিড ঢেউ শুরুর আশঙ্কা ডব্লিউএইচও’র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৩ অক্টোবর: সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ইউরোপে করোনাভাইরাসের আরেকটি ঢেউ শুরু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও (ইসিডিসি) ‍বুধবার একই আশঙ্কা প্রকাশ করেছে।ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হান্স ক্লুগ ও ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া আম্মন এক যৌথ বিবৃতিতে বলেছেন, “যদিও কোভিড মহামারীতে এক বছর আগে আমরা যে অবস্থায় ছিলাম এখন আর সে অবস্থায় নেই; কিন্তু এটি স্পষ্ট যে, করোনাভাইরাস মহামারীর এখনও শেষ হয়ে যায়নি।“দুর্ভাগ্যবশত ইউরোপে আমরা আবার কোভিড শনাক্তের সংখ্যা বাড়তে দেখছি, যা আরেকটি সংক্রমণের ঢেউ শুরু হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।”বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে সংগ্রহ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্তে দেখা গেছে, গত ২ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে কেবল ইউরোপেই কোভিড সংক্রমণ রেকর্ড সংখ্যক বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশ।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকা নিতে অনীহা এবং সংশয়ের কারণে ইউরোপে বুস্টার ডোজ নিতে পারে কম সংখ্যক মানুষ।ডব্লিউএইচও ও ইসিডিসি উল্লেখ করেছে, ইউরোপজুড়ে কোভিড টিকা না নেওয়া মানুষের সংখ্যা এখনও কয়েক লাখ।ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরুর আগে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর কর্তৃপক্ষের কাছে ফ্লু ও করোনাভাইরাসের টিকা দেওয়া শুরুর আহ্বান জানিয়েছে তারা।যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, সময়ক্ষেপণের সুযোগ নেই। ৬০ ঊর্ধ্ব, অন্তঃসত্ত্বা নারী ও ঝুঁকিতে থাকা অন্যান্যদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড টিকা নেওয়া উচিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য