Sunday, October 6, 2024
বাড়িবিনোদন২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুকসানা বানো।

২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুকসানা বানো।

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ২০ সেপ্টেম্বর : মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুকসানা বানো। বুধবার রাতে ভুবনেশ্বর এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। শিল্পীর পরিবারের অভিযোগ, ওড়িশার অন্যান্য শিল্পীরা রুকসানা বানোকে বিষ দিয়ে হত্যা করেছে। পরিবারের অভিযোগ, রুকসানার জনপ্রিয়তা খুব অল্প দিনের মধ্যে শীর্ষে যাওয়ার কারণেই অন্য়ান্য শিল্পীরা তাঁকে হত্য়া করেছে। তবে হাসপাতালের তরফ থেকে শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি।

পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ১৫ দিন আগে বোলাংগিড়ে একটি গানের শুটিংয়ে সময় ফলের জ্যুস খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। গত ২৭ আগস্ট তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর, তাঁকে এইমস ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়েছিল।

শিল্পীর বোন রুবি বোনের বয়ান অনুযায়ী, ‘ধীরে ধীরে রুকসানার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দিদিকে হত্যা করা হয়েছে।’ শিল্পীর মাও এই অভিযোগ করে সোশাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য