Monday, December 30, 2024
বাড়িবিনোদন২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু জনপ্রিয় দুই অভিনেত্রী বোনের

২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু জনপ্রিয় দুই অভিনেত্রী বোনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ মার্চ: মর্মান্তিক পরিণতি! বোন অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রয়াত আরেক বোন ডলি সোহি । দুই মেয়েকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।

হিন্দি টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি এবং অমনদীপ সোহি। বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে অমনদীপের। আর শুক্রবার সেই খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যেই টেলিদুনিয়ায় আছড়ে পড়ল আরও এক মর্মান্তিক খবর। ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন আরেক বোন ডলি সোহি। যিনি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ। এই সিরিয়ালেই নিয়মিত অভিনয় করছেন বাংলার ঋষি কৌশিক।

পরিবারের তরফে জানা গিয়েছে ডলি দীর্ঘদিন ধরেই সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। আর সেই মারণ রোগই প্রাণ কেড়েছে ‘ঝনক’ অভিনেত্রী ডলির। অন্যদিকে বৃহস্পতিবার জন্ডিসে মৃত্যু হয় অমনদীপ সোহির। যিনি বত্তমিজ দিল-এ অভিনয় করেছেন। ভাই মনু সোহিই নিশ্চিত করেছেন বোনের প্রয়াণের খবর। তিনি জানান, “অমনদীপ আর নেই। ওৎ শরীর আর সইতে পারছিল না। ওর জন্ডিস হয়েছিল। তবে আমাদের চিকিৎসকের কাছে বিশদে জানার মতো পরিস্থিতি ছিল না।”

ভাই মনু সোহিই জানিয়েছেন, “তবে ডলির অবস্থা কিন্তু আশঙ্কাজনক ছিল না, ওকে হাসপাতালে থাকতে বলেছিলেন ডাক্তাররা। ২০২৩ সালেই জরায়ুর ক্যানসার ধরা পড়ে ওঁর। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে।” তবে দুই অভিনেত্রী বোনকে আর ফেরানো যায়নি বাড়িতে। চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিলেন অমনদীপ ও ডলি। শুক্রবার দুপুরে ডলি সোহির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য