Sunday, October 6, 2024
বাড়িবিনোদনহরিয়ানার রোহতক থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন রণদীপ হুডা !

হরিয়ানার রোহতক থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন রণদীপ হুডা !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ মার্চ: বিজেপির টিকিটে হরিয়ানার রোহতক থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন রণদীপ হুডা। যদিও সরাসরি এখনও পর্যন্ত বলিউড অভিনেতা এ প্রসঙ্গে কোনও মন্ত‌ব‌্য করেননি। তবে রাজনৈতিক মহলে রণদীপের প্রার্থী হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

চলতি মাসেই মুক্তি পাবে রণদীপ পরিচালিক ও অভিনীত ছবি ‘স্বতন্ত্র বীর সাভারকর’। স্বাধীনতা সংগ্রামী-আরএসএস নেতার জীবনী নিয়ে ছবি তৈরির কারণেই এবার বিজেপির টিকিট তিনি পাচ্ছেন বলে অনুমান বলিউডের অনেকের। জাঠ সম্প্রদায় অধু‌্যষিত রোহতকের বর্তমান সাংসদ বিজেপির অরবিন্দ শর্মা। ২০১৯-এর লোকসভা ভোটে তিনি ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

প্রসঙ্গত, ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সিং। তাঁর মতে বর্তমান সময়ে যেখানে হর্ষদ মেহতা, বিজয় মালিয়া, ললিত মোদির মতো মানুষের জীবন অবলম্বনে সিনেমা, ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সেখানে তাঁরা বীর সাভারকরের মতো ব্যক্তিত্বের কাহিনি মানুষকে জানাতে ইচ্ছুক। সাভারকরই এমন একজন মানুষ ছিলেন যিনি দেশভাগ রুখতে পারতেন, দাবি করেন সন্দীপ। শুধু প্রযোজক হিসেবে নয় ভারতীয় হিসেবেও এ কাহিনি দর্শকদের সামনে তুলে ধরতে চান বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য