Wednesday, March 19, 2025
বাড়িবিনোদনজমি কিনতে গিয়ে বিপাকে রজনীকান্ত !

জমি কিনতে গিয়ে বিপাকে রজনীকান্ত !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ মার্চ : মেগাস্টার রজনীকান্ত । দাক্ষিণাত্যভূমের সুপারস্টার হলেও গোটা দেশে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। সিনেমার বাইরে গিয়েও ‘মানুষ’ রজনী আন্নাকে সকলে শ্রদ্ধা-সমীহ করে চলেন। আর সেই মানুষটিই কিনা জমি কিনতে গিয়ে বিপাকে পড়তে হল!

জানা গিয়েছে, তামিলনাড়ুর থিরুপরুর অঞ্চলে একটি বড় জমি কিনেছেন রজনীকান্ত। শুক্রবার সেই প্লটের সইসাবুদের কাজ সারতেই স্থানীয় রেজিস্ট্রি অফিসে যান অভিনেতা। কিন্তু সুপারস্টার রজনীকান্ত আসার খবর ছড়িয়ে পড়তেই ডামাডোল পরিস্থিতি! স্থানীয় মানুষদের একটা বড় অংশ ঘিরে ফেলেন রেজিস্ট্রি অফিস। তারপর?
না, রজনীকান্ত কিন্তু ভক্তদের ফিরিয়ে দিলেন না। বরং সাদা পাজামা-পাঞ্জাবি পরনে সুপারস্টারকে দেখা গেল গাড়ি থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়িতে অভিবাদন জানাতে। উপস্থিত জনতার তখন সে কী উল্লাস! এমনকী, অনুরাগীদের সঙ্গে সেলফিও তুললেন তিনি। আর রেজিস্ট্রির কাজ? তাতে খানিক দেরি হলেও কোনওরকম বিরক্তি প্রকাশ করেননি অনুরাগীদের রজনী আন্না।
সম্প্রতি বিমানের ইকোনমিক ক্লাসে সফর করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন রজনীকান্ত। সেই ছবি-ভিডিও নেটপাড়ায় ভাইরালও হয়েছিল দেদার। বর্তমানে ‘ভেত্তিয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দক্ষিণী সুপারস্টার

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য