Wednesday, January 15, 2025
বাড়িবিনোদনকান্নায় ভেঙে পড়েন আমির !

কান্নায় ভেঙে পড়েন আমির !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি : হঠাৎই বিমানবন্দরে আমির খান। পাপারাজ্জিরা তাঁকে দেখে ক্যামেরা নিয়ে পিছনে ছুটতেই, থমকে গেলেন আমির। চোখে মুখে তাঁর থমথমে ভাব। স্পষ্টই জানালেন, ”খুব খারাপ খবর পেয়ে গুজরাটে যাচ্ছি। তাই হাসিমুখে ছবি তুলতে পারব না, দুঃখিত।”

খবরটা হল, গুজরাটের কোতাই গ্রামে থাকেন আমিরের কাছের বন্ধু মহাবীর চাঁদ। এক দুর্ঘটনায় সম্প্রতি মৃত্যু হয়েছে মহাবীরের মেয়ের। এমন খবর কানে আসতেই কান্নায় ভেঙে পড়েন আমির। আর দেরি করেননি। শোকের দিনে বন্ধুর পাশে থাকতে উড়ে গিয়েছেন গুজরাটে।


সাংবাদিকদের আমির জানিয়েছেন, ” আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মহাবীর, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লাগান ছবির সময়, ওর বাড়িতে প্রায় এক বছর ছিলাম। আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল, আমি ওঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। ওঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এই খবর শুনে থাকতে পারিনি, তাই পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য