Saturday, July 27, 2024
বাড়িবিনোদনপ্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রভা আত্রে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ জানুয়ারি: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডক্টর প্রভা আত্রে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পুনেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৯২। জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন শিল্পী।

প্রভা আত্রে। ১৯৩২ সালে ১৩ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। ছোট থেকেই গানের প্রতি তাঁর টান। বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতই তাঁকে প্রভাবিত করত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় নজির সৃষ্টি করেছিলেন শিল্পী। ভারত সরকারের তিনটি পদ্ম পুরস্কারেই ভূষিত হয়েছেন। তবে শুধুই ধ্রুপদী সঙ্গীত নয়, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রভা আত্রে। বিজ্ঞানে স্নাতক হলেও গানবাজনাতে মন পড়ে থাকত তাঁর। পড়াশুনোর পাশাপাশি গান শেখার সিদ্ধান্ত নেন। আত্রে পরিবারও তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেননি। মাত্র আট বছর বয়স থেকেই তাঁর জীবনে গান গাওয়া শুরু। প্রভা তাঁর মা ইন্দিরা আত্রের গানে অনুপ্রাণিত হয়েছিলেন। পণ্ডিত সুরেশ মানে এবং হীরাবাঈয়ের শিষ্য ছিলেন প্রভা।


২০২২ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০২ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন শিল্পী। তিনি ১৯৯১ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য