Tuesday, November 18, 2025
বাড়িবিনোদনজ়ুবিনকে শেষ বার দেখতে গুয়াহাটির পথে জনসমুদ্র! পরিস্থিতি দেখে ব়ড় সিদ্ধান্ত অসমের...

জ়ুবিনকে শেষ বার দেখতে গুয়াহাটির পথে জনসমুদ্র! পরিস্থিতি দেখে ব়ড় সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ সেপ্টেম্বর ।। কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জ়ুবিন গার্গ। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামলেন রবিবার। বহু মানুষের চোখের জল বাঁধ মানছে না। এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি ঘোষণা করেছেন।

রবিবারই অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে না জ়ুবিনের। অনুরাগীদের শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হলে তবেই অন্ত্যেষ্টি হবে বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “শেষ বারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জ়ুবিনকে দেখতে চাইছেন। আমরা এই আবেগ গভীর ভাবে অনুভব করতে পারছি। সেই কারণেই ভোগেশ্বর বরুয়া স্টেডিয়াম আজ রাতে খোলা থাকবে। জ়ুবিনকে নির্বিঘ্নে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সবাই। আগামী কালও জ়ুবিনের দেহ রাখা থাকবে সরুসজাই স্টেডিয়ামে, যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন।”

রাস্তায় হাজার হাজার মানুষের ছবি ভাগ করে নিয়ে হিমন্ত লিখেছেন, “মানবিকতার সমুদ্র। প্রিয় ভূমিপুত্রকে বিদায় জানাতে সবাই এক হয়েছেন। তিনি রাজার মতো বেঁচেছিলেন। তাই ওঁকে রাজার মতোই স্বর্গে পাঠানো হচ্ছে।”

বহু মানুষকে কাঁদতে দেখা গিয়েছে এই দিন। কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী গরিমা। শেষ দেখায় স্বামীর দেহ আঁকড়ে কাঁদতেও দেখা গিয়েছিল তাঁকে। প্রয়াত স্বামীর বুকের উপরে ‘গামোছা’ রাখতে গিয়ে অঝোরে কেঁদেছেন তিনি।

গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। রবিবার সেখান থেকে কফিনবন্দি হয়ে ফিরেছেন তিনি। জ়ুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে এ দিন বিমানবন্দরে গিয়েছিলেন। গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর কাহিলিপারার বাসভবনে। সদ্যপ্রয়াত গায়ক-পুত্রের ৮৫ বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য