Tuesday, November 18, 2025
বাড়িবিনোদনঅনলাইন জুয়া কাণ্ডে গোয়েন্দা নজরে উর্বশী-মিমি

অনলাইন জুয়া কাণ্ডে গোয়েন্দা নজরে উর্বশী-মিমি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ।। অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও অর্থ লেনদেনকে ঘিরে তদন্তের আওতায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও এমপি মিমি চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে।

ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কায় তদন্ত চালানো হচ্ছে। ইতোমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।

তদন্তকারীদের মতে, অ্যাপটির প্রচার ও এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উর্বশী ও মিমিকে ডাকা হয়েছে।

এর আগেও অঙ্কুশ হাজরা-সহ একাধিক তারকার নাম এই বেআইনি বেটিং চক্রে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা অ্যাপটির প্রচারের সঙ্গে জড়িত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য