চন্ডীগড়, ২৮ অক্টোবর (হি.স.): ভারত সর্বদাই শান্তিপ্রিয় দেশ ছিল এবং এখনও তাই আছে। জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে, ভারত যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত।
বৃহস্পতিবার চন্ডীগড়ে ‘টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি’ (টিবিআরএল)-এর কর্মীদের সম্বোধিত করার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই শান্তিপ্রিয় দেশ ছিল এবং এখনও তাই আছে। কোনও বিবাদ শুরু করা আমাদের মূল্যবোধের পরিপন্থী। কিন্তু, প্রয়োজন হলে, ভারত যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত।
‘টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি’ (টিবিআরএল)-এর কর্মীদের সম্বোধিত করার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও জানিয়েছেন, একটি সময় দু’টি রুম দিয়ে শুরু হয়েছিল, এই পরীক্ষাগারটি (টিবিআরএল) বর্তমানে একটি পরীক্ষাগারে পরিণত হয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি এবং সক্ষমতা প্রদান করে।