স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৮ জানুয়ারি : ত্রিপুরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নয়া এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বুধবার হাইকোর্ট বার এসোসিয়েশনের অফিস গৃহে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি বিভল নন্দী মজুমদার, সম্পাদক সুব্রত সরকার, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ সহ অন্যান্যরা।
এইদিন নয়া এডভোকেট জেনারেলের হাতে পুস্প স্তবক ও ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সুব্রত সরকার জানান হাইকোর্ট বার এসোসিয়েশনের ঐতিহ্য মেনে এইদিন নয়া এডভোকেট জেনারেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হাইকোর্ট বার এসোসিয়েশনের কোন সদস্য এডভোকেট জেনারেল হলে ওনাকে সংবর্ধনা প্রদান করা হয়। নয়া এডভোকেট জেনারেল অত্যন্ত বিনয়ী এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী।