স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আন্দোলন করতে গিয়ে গত পাঁচ বছর আগে জিরানিয়া মাধব বাড়ি এলাকায় গুলিতে আহত হয়েছিল টি এস এফ-এর আন্দোলনরত কর্মীরা। তারপর থেকে টি এস এফ -এর পক্ষ থেকে প্রতিবছর দিনটি কালো দিবস হিসেবে পালন করা হয়। বুধবার খুমুলুঙে সংগঠনের পক্ষ থেকে হাতে কালো পতাকা নিয়ে কালোদিবস পালন করে কর্মী সমর্থকরা। হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সুষ্ঠু তদন্তের দাবি করলো কর্মীরা।
উপস্থিত ছিলেন টিএসএফের প্রাক্তন সহ-সভাপতি জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা। এ বিষয়ে সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি জগদীশ দেববর্মা জানান, কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল আনে, পরে তা আইনে পরিণত করার উদ্যোগ নেয়। তারপর গোটা দেশে ২০১৯ সালে নেসোর ডাকে টি এস এফ প্রতিবাদে শামিল হয়েছিল কর্মী সমর্থকরা। তখন পুলিশ তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে উদ্দেশ্যে গুলি করে মাধববাড়ি এলাকায়। শেষ পর্যন্ত আহতদের হাসপাতাল নিয়ে যায়। সেই ৮ জানুয়ারি আজও ভুলা যায়নি। তাই সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দিনটি পালন করা হয়। তিনি আরো বলেন এখন পর্যন্ত সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি আসন্ন বিধানসভা অধিবেশনে তিপরা মথার বিধায়কদের দ্বারা উত্থাপন করা হবে বলে জানান তিনি। যাইহোক দিনটি প্রতিবছর যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। আর কর্মীদের বোঝানো হয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সরকারের উদ্দেশ্যে। কিন্তু তদন্ত প্রক্রিয়া নিয়ে দলের নেতৃত্বে কোনো হেলদোল নেই।