Monday, December 23, 2024
বাড়িরাজ্যকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে রিয়াং শরণার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরলেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে রিয়াং শরণার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : আগামী ২২ ডিসেম্বর আমবাসায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে চলছে ব্যাপক তৎপরতা। আমবাসা মহকুমার অন্তর্গত ব্রুহা পাড়া এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এখানেই রিয়াং শরণার্থীদের বসতি স্থাপন করা হয়েছে।

আগামী ২২ শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেখানকার ইংরেজি মাধ্যম এস বি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন হবে সেই সাথে সেখানকার মার্কেট শেড ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনগুলিরও উদ্বোধন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের যেমন উদ্বোধন হবে সেই সাথে রাজ্যের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হবে। পাশাপাশি ব্রু সেটেল্মেন্ট এলাকায় বসবাসকারীদের সাথে মতবিনিময়ও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাদুক্লও পাড়া এলাকায় তার সফরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আমবাসা মহকুমা। প্রশাসনিক স্তরেও দিনরাত একাকার করে চলছে কাজ। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আমবাসা বাসী। এদিকে রিয়াং শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেন, সরকারিভাবে সহযোগিতা মিললেও তারা নানা সমস্যায় জর্জরিত। এলাকায় বসবাসের জন্য যে জমি তাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে তা অনেকটাই কম। সঠিকভাবে বসবাস করার ঘর এবং শৌচালয় নির্মাণ করতে পারছে না। এলাকাটি টিলা জমি হওয়ায় মাটি ভেঙে পড়ে যায়। তবে ডাবল ইঞ্জিন সরকার রিয়াং শরণার্থীদের জন্য শিক্ষাব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন করতে বদ্ধপরিকর। সেদিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই স্বাস্থ্য কেন্দ্র এবং বিদ্যালয়টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য