স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : শনিবার মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ে শুরু হয় এন এস এস শিবির। সাত দিনব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই আয়োজনের উদ্যোক্তা এম বি বি সি এন এস এস ইউনিট। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, ১৯৭৬ সালে ছয়টি মহাবিদ্যালয়কে সামনে রেখে ছয় শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে এনএসএস শুরু হয়েছিল।
বর্তমানে এর সদস্যের সংখ্যা ৩৪ হাজার ৩ শতাধিক। তাদের ৪০২টি শাখা সারা রাজ্যে কাজ করে চলেছে। আগামী সাতদিন যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা রাষ্ট্র গঠনে কিভাবে উদ্ভূত করতে হয় সে বিষয়ে অন্যান্য ছাত্রদের প্রভাবিত করতে পারবে। একই সাথে সাত দিনব্যাপী প্রশিক্ষণে ছাত্রছাত্রীদের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিতে চেষ্টা করা হবে। বিশেষ করে মানুষকে সাহায্য করা ও পাশে থাকার চারিত্রিক গঠন এবং সুশৃঙ্খল করে তোলার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানান তিনি। এন এস এস -এর মাধ্যমে সুষ্ঠু সমাজ ও সুন্দর রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীরা বড় দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয়জন স্বেচ্ছা সেবককে সম্মাননা প্রদান করা হয়।