স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৩সেপ্টেম্বর : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের প্রস্তুতিতে নজর রাখছেন কোচ গৌতম গম্ভীর। শুক্রবার ভারতীয় দলের অনুশীলন ছিল ‘ক্লোজ়ড ডোর’। গোপনীয়তা বজায় রাখতে চাইছেন গম্ভীর।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এক রকম বিশ্রামেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় ছাড়া মাঠে নামেননি রোহিত, কোহলিরা। গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেই হিসাবে ছ’মাসের বেশি সময় পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। তার উপর পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জেতা নাজমুল হোসেন শান্তর দল আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোন গম্ভীর। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না।
ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার এখন দলীপ ট্রফি খেলতে ব্যস্ত। প্রস্তুতি শিবিরে সকলে যোগ দিতে পারেননি। যাঁরা এসেছেন, তাঁদের নিয়েই কাজ শুরু করে দিলেন গম্ভীর। শুক্রবার সকালে চেন্নাই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল। এ দিন ভোর ৪টের সময় লন্ডন থেকে সরাসরি চেন্নাই পৌঁছান কোহলি। সূত্রের খবর, প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় ন’মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে ফিরতে চলেছেন বুমরা। টেস্ট মরসুমের কথা ভেবে জ়িম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজ়ে তাঁকে তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন গম্ভীর। শুক্রবার তিনিও শিবিরে যোগ দিয়েছেন। বেশ কিছু ক্ষণ নেটে বোলিং অনুশীলন করেছেন।
বুমরা ছাড়াও রোহিত, ঋষভ পন্থ, লোকেশ রাহুল বৃহস্পতিবার রাতে চেন্নাই পৌঁছন। শুক্রবার সকলেই অনুশীলন করেছেন। দলীপ ট্রফির ম্যাচ শেষ হলে দলের অন্য ক্রিকেটারেরাও যোগ দেবেন শিবিরে। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি শেষ হওয়ার কথা আগামী রবিবার।