স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট :গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন নিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শাসক দল বিজেপিকে। গত দুদিনে এই চিত্র প্রকাশ্যে এসেছে সারা রাজ্যে। এতদিন বিরোধীদের অভিযোগ ছিল শাসক দল পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাস, ভোট লুট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছে, তারপরেও ভোটের দিন নির্বাচন প্রহসনে পরিণত করেছে। অভিযোগ বিরোধী দলের পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছিল এবং ভোট গণনার দিনেও বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তারপর বুকের ছাতা ফুলিয়ে ৯০ ভাগ গ্রাম পঞ্চায়েত দখল করলেও শান্তি নেই দলের অন্দরে। দিকে দিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের মধ্যেই কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়ে নিজেদের মতো করে প্রধান ও উপপ্রধানের দাবি করছে। মঙ্গলবার ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়কের নেতৃত্বে মহিলাদের মারধর, মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে। আবার কমলপুর মহাকুমা দুর্গা চৌমুহনি ব্লকের মোহনপুর পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে তালা ঝুলানো ঘটনা ঘটেছে। খোয়াই মহকুমা পশ্চিম গণকী ও পশ্চিম সোনাতলা শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসকদলের কিছু দুষ্কৃতির উত্তেজনা দেখে শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বিডিও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা হলো বিশালগড় ব্লকের পাথালিয়া পঞ্চায়েতে। পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল শাসকদলীয় কর্মী সমর্থকরা। জানা যায়, বুধবার সকাল সাতটা থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শাসকদলীয় কর্মী সমর্থকরা। এদিন শাসক দলীয় কর্মী-সমর্থকরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ দলীয় নেতৃত্ব এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক বিহীন মেম্বার দেবশ্রী শীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচন করেন।
শাসকদলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ। তাদের অভিযোগ দেবশ্রী শীল ভৌমিক এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। তারা তেমনভাবে গ্রামের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এমন একজন মহিলাকে প্রধান বানালে ক্ষতি হবে গ্রামের, ব্যাহত হবে উন্নয়ন। তাই বুধবার দিন দেবশ্রী শীল ভৌমিক প্রধান এই বিষয়টি শুনি ক্ষেপে যায় দলীয় কর্মী সমর্থকরা। তাদের দাবি দেবশ্রী শীল ভৌমিককে কোনভাবেই প্রধান বানানো যাবে না। গ্রামের মানুষের এবং দলীয় কর্মী সমর্থকদের দাবি মমতা দাসকে প্রধান বানাতে হবে। এই দাবিতে দলীয় কর্মী সমর্থকরা পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মন্ডল নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। তখন আমজনতা প্রাক্তন বিধায়ককে দেখে আরো বেশি ক্ষেপে যান। স্লোগান তুলেন বীরেন্দ্র কিশোর গো ব্যাক। তারপর তিনি কর্মী সমর্থকদের বুঝানোর চেষ্টা করে যে এটা দলীয় সিদ্ধান্ত এবং দলীয় হুইপ মেনে চলতে হয় সমস্ত কর্মী সমর্থককে। কিন্তু শাসক দলীয় কর্মী সমর্থকরা, মমতা দাসকে প্রধান বানানোর দাবিতে অনড়। তারা পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেখাতে থাকে বিক্ষোভ। দলীয় কর্মী সমর্থকদের চলছে বিক্ষোভ। পাথালিয়া গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লকের অধীন। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে এসে টাকারজলা থানার পুলিশ। পঞ্চায়েতের তালা দেওয়াকে কেন্দ্র করে যেন বক্সনগর ভেলুয়ারচর পঞ্চায়েতের পুনরাবৃত্তির না ঘটে সে আশঙ্কায় পুলিশ।