Monday, December 23, 2024
বাড়িরাজ্যচুরির ঘটনায় ধৃত দুই চোর

চুরির ঘটনায় ধৃত দুই চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিস। ধৃতরা হল সাগর দেবনাথ ও রাজু চাকমা। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি পেচারথল, অপরজনের বাড়ি রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকায়।

ধৃতদের পুলিস রিমান্ডের আর্জি জানিয়ে শনিবার আদালতে সোপর্দ করে পুলিস। সদর মহকুমা পুলিস আধিকারিক পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৪ আগস্ট দিনের বেলায় ধলেশ্বর রোড নং-২ এলাকার বাসিন্দা সুদিপ ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সুদিপ ঘোষ থানায় মামলা দায়ের করার পর একটি টিম গঠন করে ঘটনার তদন্ত শুরু করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিস সাগর দেবনাথ ও রাজু চাকমাকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় সুদিপ ঘোষের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য