স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : আগামী ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। এই উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবারে এই আলোকচিত্র প্রদর্শনীর থিম হচ্ছে সমাজে মা দুর্গার উপস্থিতি কতটুকু প্রয়োজন এবং এর প্রয়োজনীয়তা সমাজে কিভাবে প্রয়োজন এই বিষয়টি তুলে ধরা হবে সেই আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনির পুরোপুরি স্পন্সর করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।