স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট :নিজের ব্যাটারি চালিত অটোতে পাওয়া স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার পরিচয় দিলেন এক অটো চালক। সৎ অটো চালক সুজিত সরকার ও তার স্ত্রীকে সংবর্ধনা প্রদান করল পূর্ব আগরতলা থানার পুলিস। পাশাপাশি স্বর্ণালঙ্কার ভর্তি নিজের হারানো ব্যাগ ফিরে পেয়ে অটো চালক সুজিত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন সুতপা সাহা।
জানা যায়, ১৫ আগস্ট রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে জিরানিয়া এনআইটি-তে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটো ভাড়া করেন সুতপা সাহা নামে এক মহিলা। যথারীতি তিনি ভাড়া করা অটোতে করে রানিরবাজার স্ট্যান্ডে গিয়ে নামেন। কিন্তু ভুল বসত তিনি নিজের স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি অটোতে ফেলে দিয়ে চলে যান। অটো চালক সুজিত সরকারও অটো নিয়ে রাতের বেলা নিজ বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর তিনি দেখতে পান একটি ব্যাগ ওনার অটোর পিছনের সিটে পরে রয়েছে। তখন তিনি ঠিক করেন কেউ খোঁজ করলে ব্যাগটি ফিরিয়ে দেবেন। সুজিত সরকার জানান পরের দিন তিনি দিনভর খোঁজ নিয়েছেন কেউ কোন ব্যাগের খোঁজ করেছে কিনা। কিন্তু কেউই ব্যাগের খোঁজ নেয় নি। তারপর তিনি সিদ্ধান্ত নেন ব্যাগটি থানায় জমা দিয়ে দেবেন।
তারপর তিনি ব্যাগটি নিয়ে পূর্ব আগরতলা থানায় যান এবং পুলিশের নিকট ব্যাগটি জমা দেন। এইদিকে সুতপা সাহা ১৫ আগস্ট অটো থেকে নেমে যাওয়ার কিছু সময় বাদে ওনার মনে পরে স্বর্ণালঙ্কার ভর্তি ওনার ব্যাগটি ভুল বসত তিনি অটোতে রেখে চলে গেছেন। তারপর তিনি ছুটে যান ধলেশ্বর। সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। কিন্তু সিসি ক্যামেরায় অটোর নাম্বারটি দেখা যায় নি। তারপর তিনি পূর্ব আগরতলা থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন। সুতপা সাহা জানান তিনি আসাই ছেরে দিয়েছিলেন এই ব্যাগটির। তিনি ভেবে নিয়েছিলেন হয়তো আর খুজে পাবেন না ব্যাগটি। এরই মধ্যে ওনাকে থানা থেকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং ওনার হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়। তিনি অটো চালক সুজিত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এইদিন পুলিশের পক্ষ থেকে ব্যাগটি সুতপা সাহার হাতে তুলে দেওয়ার সময় অটো চালক সুজিত সরকারকে থানায় ডেকে আনা হয়। সততার জন্য সুজিত সরকারকে পুলিশের পক্ষ থেকে পুস্প স্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বর্তমানে সমাজে যখন চুরি ডাকাতি ছিনতাইর ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় দাড়িয়ে কুড়িয়ে পাওয়া স্বর্ণালঙ্কারের ব্যাগ ফিরিয়ে দিয়ে সুজিত সরকার সততার নজির গড়লেন। তা আর বলার অপেক্ষা রাখে না।